‘আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব

লন্ডনবিডিনিউজ২৪ : গত ৬ই সেপ্টেম্বর রবিবার পূর্ব লণ্ডণের হোয়াইট চ্যাপেল রোডের এক রেস্তোরায় মরহুম ডা: শেখ আজিজুর রহমান তরফদার রচিত ‘ আঁখিপাতে ঘুমহীন বীর সেনানী ‘ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মরহুমের পরিবারের উত্তরসূরী শেখ শাহজাহান আহমদ তরফদার ।ডা: গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরী ।অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা: মাহমুদুর রহমান মান্না ,সৈয়দ মনোহর আলী ,কবি শেখ মো: জাবেদ আলী ,কবি শিহাবুজ্জামান কামাল ,কবি আবু সুফিয়ান চৌধুরী ,কবি হান্নান মিয়া ,কবি সাদ মিয়া ,কবি আমিনুর আকরাম ,সাংবাদিক খান জামাল ,সাংবাদিক জয়নাল আবেদীন ,অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী ,আসাদুজ্জামান আসাদ ,হাজী ফারুক মিয়া ও প্রকাশিকা বিলকিস রশীদ ।সকল বক্তা মরহুম আজিজুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও কাব্য গ্রন্থ প্রকাশ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এখানে উল্লেখ্য - গ্রন্থের লেখক মরহুম ডা: শেখ আজিজুর রহমান ছমির মিয়ার বাড়ি ছিল মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে ।
0 Comments
Add new comment