আজ : ১০:১৫, মার্চ ১৯ , ২০২৪, ৫ চৈত্র, ১৪৩০
শিরোনাম :

অধ্যক্ষ দেওয়ান আজরফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
Visitor 332


আপডেট:০৪:৫৩, নভেম্বর ৪ , ২০১৭
photo

লন্ডনবিডিনিউজ২৪ : দি হাসান রাজা ট্রাস্ট ইউকের উদ্যাগে বাংলাদেশের জাতীয় অধ্যাপক, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত দার্শনিক অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ স্মরণে গত ১ নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের গেটার স্ট্রিটস্থ বিজনেস সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও দেয়ান নুর চৌধুরীর পরিচালনায় অনুস্তিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব জাফর আলী চৌধুরী। সভায় মরহুম দেওয়ান আজরফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা পেশ করেন দেয়ান শামসুল হুদা চৌধুরী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, ডঃ হাসনাত এম হোসেন এম বিই , কবি আব্দুল মোখতার মুকিত, ডাঃ গিয়াস উদ্দিন, শেখ মহিউদ্দিন আহমদ, মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র দেওয়ান মোহাম্মদ আজরফকে জাতি ভুলতে বসেছে। মানুষের জীবনে জত মহৎ গুণ থাকতে পারে তা তাঁর মধ্যে ছিল। বক্তারা বলেন, দেওয়ান মোহাম্মদ আজরফের দর্শন আলোকে আমাদের সমাজ গড়ে উঠলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি প্রায় ৬০টি পুস্তক রচনা করেছেন। এখনো তাঁর অনেক পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে। এগুলো প্রকাশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় দেওয়ান আজরফের নিকটাত্নীয়সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



সাম্প্রতিক খবর

টাওয়ার হ্যামলেটসের পূর্ণ কাউন্সিল মিটিং এ পাশকৃত ২০২৪-২৫ সালের বাজেট নিয়ে মেয়র লুৎফুর রহমানের সাংবাদিক সম্মেলন

photo কে এম আবুতাহের চৌধুরী : ২৯ ফেব্রুয়ারী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ২০২৪-২৫ সালের নতুন বাজেট ঘোষণা করেন। এ বাজেট গতকাল ২৮ ফেব্রুয়ারী পূর্ণ কাউন্সিলের সভায় পাশ হয় । এ বাজেটের প্রধান দিক হলো -হাউজিং, শিক্ষা, অপরাধ দমন, তরুণ, বয়স্ক ও মহিলাদের জন্য বিপুল বিনিয়োগ , ১৫ হাজার পরিবারের গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তা

বিস্তারিত

0 Comments

Add new comment