লন্ডনে 'ইটাউরী হেল্পিং হ্যান্ডস' এর সাধারণ সভা অনুষ্ঠিত
লন্ডনবিডিনিউজ২৪ : বৃটেনে বসবাসরত ইটাউরী গ্রামবাসীদের সামাজিক সংগঠন " ইটাউরী হেল্পিং হ্যান্ডস" এর উদ্যোগে সাত নভেম্বর মঙ্গলবার লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাবা রেস্টুরেন্টে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় শুরুতেই কোরআন তিলাওয়াত করেন ময়েজ উদ্দিন।
উক্ত সভায়,উপস্থিত সদস্যদের প্রাণবন্ত ও দিক নির্দেশনামুলক আলোচনা শেষে : সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে পরবর্তী কিছু কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস ছালাম, মাতাব মিয়া, আব্দুস শুক্কুর, স্বাধীন খছরু, জালাল উদ্দিন উজ্জ্বল, সুহাগ উদ্দিন, কে জামান সেলিম, মানিক মিয়া, সৈয়দ রফিক মিয়া , মস্তাক আহমেদ, সোহেল আহমদ, ময়নুল ইসলাম , হোসেন আহমদ প্রমুখ।
স্কটল্যান্ড,বার্মিংহাম, শেফিল্ড, সোয়ানসিসহ ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের প্রবাসীরা সভায় যোগদান করেন। দীর্ঘদিন পরে একে অন্যর সাথে দেখা হয় ও কুশল বিনিময় করেন।
মুল বিষয়বস্তু ছিল কিভাবে বৃটেনে বসবাসরত গ্রামবাসীদের আরো বন্ধুত্ব-পূর্ন সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি আমাদের জন্মভূমির গরীব-দুখী মানুষকে সাহায্য করা যায়।
0 Comments
Add new comment