সাবেক সচিব সৈয়দ আব্দুল মুক্তাদিরের ইন্তেকাল

লন্ডনবিডিনিউজ২৪ : ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক যুগ্ম সচিব সৈয়দ আব্দুল মুক্তাদির (৭৭) আজ সোমবার ঢাকার স্কোয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন ।
মরহুম সৈয়দ মুক্তাদির ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ও ১৯৬৬-৬৭ সালে মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যাপক ছিলেন ।তিনি আজীবন নিরলসভাবে দেশ ও জাতির খেদমত করে গেছেন।ব্যক্তিগত জীবনে তিনি পরোপকারী ,সমাজসেবক ও একজন ভাল লোক ছিলেন ।মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার উপজেলার বরইউরি সৈয়দ বাড়ি ।সৈয়দ আব্দুল মুক্তাদিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া কামনা করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপারসন কে এম আবুতাহের চৌধুরী ,সাবেক সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইউম কায়ছার ,সাবেক সভাপতি নুরুল ইসলাম মাহবুব ,কমিউনিটি নেতা ও সাংবাদিক মনসুর আহমদ মকিছ ,লন্ডনের ক্যামডেনে বসবাসরত মরহুমের মামাতো ভাই কাজী সাইফউদ্দিন আহমদ শহীদ,লেখক-গবেষক ড: মোহাম্মদ আবুল লেইছ , মুক্তিযোদ্ধা এম এ মান্নান প্রমুখ ।
লণ্ডনে বসবাসরত মরহুমের ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজনের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে ।
0 Comments
Add new comment