কবি রহমত আলী পাতনীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ
আপডেট:০৯:০৯, নভেম্বর ১১ , ২০২০
লন্ডনবিডিনিউজ২৪ঃ
রেঁনেসা সাহিত্য মজলিশ ইউকের সাবেক সভাপতি ,বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবী গত ৯ ই নভেম্বর সোমবার লণ্ডনে একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ,দুই মেয়ে ,নাতি নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিভিন্ন ইসলামী সংগঠণ ,সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দ্বীন ও সমাজের খেদমত করে গেছেন ।কবির লেখা দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।
তিনি ১৯৫০ সালে ১৯ জানুয়ারি বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি
জন্ম গ্রহন করেন।
মরহুমের মৃত্যুতে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের সভাপতি শেখ মোহাম্মদ জাবেদ আলী ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামাল ,ব্রিটিশ বাংলাদেশী হিস্ট্রি এণ্ড কাউন্সিল ইউকের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ,সদস্য সচিব খান জামাল নুরুল ইসলাম ও অর্থ সচিব আফসার উদ্দিন ,দাওয়াতুল ইসলাম ইউকে এণ্ড আয়ারের আমীর হাসান মুহাম্মদ মুঈনুদ্দীন ও সেক্রেটারী জেনারেল শাব্বির আহমদ কাওছার ,কবি ফররুখ ফাউণ্ডেশনের সভাপতি মাওলানা রফিক আহমদ গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন ।
এদিকে গত ১০ নভেম্বর মঙ্গলবার দাওয়াতুল ইসলাম ইউকে এর পক্ষ থেকে এক ভার্চৃয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ বুধবার দুপুরে লন্ডনের ইলফোর্ডস্থ গার্ডেন অফ পিস কবর স্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়েছে।
0 Comments
Add new comment