মাওলানা আব্দুর রবের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক প্রকাশ
আপডেট:০১:৫৪, ডিসেম্বর ২৭ , ২০২০

লন্ডনবিডিনিউজ২৪ঃবিশিষ্ট আলেমে দ্বীন ,ইষ্ট লণ্ডন মসজিদ ,দারুল উম্মাহ সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রব আর নেই। শনিবার ২৬ ডিসেম্বর সকালে বারকিং এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।তিনি দীর্ঘকাল বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন ।দাওয়াতুল ইসলাম ইউকে এণ্ড আয়ার,ইউ কে ইসলামিক মিশন সহ বিভিন্ন ইসলামী সংগঠণের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ।তিনি টাওয়ার হ্যামলেটসের কেমব্রিজ হিথ রোডে দীর্ঘদিন বসবাস করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন ।তিনি অধুনালুপ্ত মাসিক 'দাওয়াত পত্রিকা'র প্রচার বিভাগের সাথে কাজ করেছেন।
মেইন স্ট্রিমে কর্মরত সাংবাদিক আব্দুল মুন্তাকিম মরহুমের বড় ছেলে। মরহুমের দেশের বাড়ি ছিল - ওসমানী নগর থানার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামে।
দাওয়াতুল ইসলাম ইউকে এণ্ড আয়ারের আমীর আলহাজ্ব হাসান মুহাম্মদ মুঈনুদ্দীন ও সেক্রেটারী জেনারেল শাব্বির আহমদ কাওসার সংগঠণের পক্ষে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন ।দাওয়াতুল ইসলামের সাবেক আমীর জনাব এ কে এম আব্দুস সালাম ,মাওলানা আবু সায়ীদ,কবি শিহাবুজ্জামান কামাল ,কে এম আবুতাহের চৌধুরী সিংকাপনী সহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বলেন -তিনি ছিলেন দ্বীন ইসলামের একনিষ্ট খাদেম ,একজন দায়ী ইলাল্লাহ ও বিশিষ্ট সমাজসেবক ।ইসলাম ও সমাজের খেদমতে মরহুমের অবদান কখনো ভুলে যাওয়ার নয় ।
0 Comments
Add new comment