নেপচুন এন্টারপ্রাইজের পরিচালকের সভা অনুষ্ঠিত
লন্ডনবিডিনিউজ২৪ : রোববার ৫ নভেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে নেপচুন এন্টারপ্রাইজের পরিচালকের নিয়ে এক
সভা অনুষ্ঠিত হয়।
নেপচুন এন্টারপ্রাইজের চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে এবং গৌছ উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাঠ করেন জমিল আহমদ।
চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, সিলেট জেলার বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা রোডে নির্মানাধীন 'স্কাই ভিউ' এর সবকিছু ব্যাখ্যা করেন।
পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল গফুর, মোঃ গৌছ উদ্দিন, ইব্রাহীম খলিল, জমিল আহমদ, মোঃ হেলাল মিয়া, মোহিবুল হক, আঙ্গুর মিয়া, মহাম্মদ জমির আলী, হুমায়ুন খাঁন মনসুর, মোঃ নুরুল ইসলাম, সামছুল হক, রুহুন আমিন দেলোয়ার ও আব্দুল বাছিত বাদশা।
0 Comments
Add new comment