কবি রহমত আলী পাতনী স্মরণে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
আপডেট:০৭:২৪, নভেম্বর ১১ , ২০২০

লন্ডনবিডিনিউজ২৪ঃবিশিষ্ট লেখক , বীর মুক্তিযাদ্ধা ও কবি রহমত আলী পাতনী স্মরণে গত ৮ই নভেম্বর সোমবার রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যোগে ভারচুয়েল মিডিয়ার মাধ্যমে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান পেট্রন কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওত ও আলোচনায় অংশ গ্রহণ করেন -অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ ,মাওলানা আবুল হাসনাত চৌধুরী ,সলিসিটর লিয়াকত সরকার ,শাব্বির আহমদ কাওসার ,মাওলানা রফিক আহমদ ,আলহাজ্ব নুর বকশ ,ড: আব্দুস সালাম আজাদী,মাওলানা ফারুক হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন -তিনি ছিলেন একজন মুক্তিযাদ্ধা ,শিক্ষক ,সাহিত্যিক,কবি ,সমাজসেবী ও ইসলামী আন্দোলনের বীর সৈনিক।মসজিদ ,মাদ্রাসা ও গরীবদের তিনি দান করতেন অকাতরে ।দ্বীন ইসলামের কাজের জন্য তিনি ছিলেন নিবেদিত ।রেনেসাঁ সাহিত্য মজলিসের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন ।সবাই কমিউনিটির এ সুপরিচিত ব্যক্তির মাগফিরাত কামনা করেন এবং মরহুমের জীবনের মহৎ কর্মগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।
সভায় দোয়া পরিচালনা করেন শায়েখ মাওলানা আবু সায়ীদ ।
0 Comments
Add new comment