প্রতিদান চেয়না
শিহাবুজ্জামান কামাল

পৃথিবীতে এ কথাটি
যেনো চির সত্য
অতি ভালোবাসায় হঠাৎ
বাড়ে যে দুরত্ব।
কাছের মানুষ কখন যদি
মনে দেয় আঘাত
সেই বেদনায় কাতরাবে যে
জেগে সারা রাত।
হৃদয় কোণে দুঃখ এসে
তুলবে ভীষণ ঝড়
বুঝবে তখন মানুষ গুলো
বড়ই স্বার্থপর।
কখনো যে রঙ্গিন স্বপ্ন
সহসা হয় ম্লান
ফুলে ভ্রমর বসেনা আর
হারায় পাখির গান।
জীবন নদী বয়ে চলে
চায়না পিছন ফিরে
কিন্তু একদিন সব হারাবে
হাজার স্মৃতির ভিড়ে।
লন্ডন: ১৮ জুরাই ২০২০ইং
0 Comments
Add new comment