আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’র ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
আপডেট:১০:২৩, ফেব্রুয়ারি ২২ , ২০২১

লন্ডনবিডিনিউজ২৪: গত ২২শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিশের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি মাওলানা আবুল হাসানাত চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মহান ভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ , বিশিষ্ট কবি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী, প্রবীণ কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ, কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ নুর বখশ, কবি অধ্যাপক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কমিউনিটি নেতা আব্দুল মালিক কুটি, বিশিষ্ট আবৃত্তিকার মোহাম্মদ মাজেদ বিশ্বাস, কমিউনিটি নেতা হাজী ফারুক মিয়া, কবি আবু সুফিয়ান চৌধুরী, আলহাজ মোহাম্মদ তোহা মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারী তারিখে বাংলার দামাল ছেলেরা অন্যায়ের প্রতিবাদ করে বুকের তাজা রক্ত দিয়ে ভাষায় মান রক্ষা করেছিল। কিন্তু আমারা এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে পারিনি।
হিন্দি ভাষায় আগ্রসন বাংলা ভাষাকে আজ পিছনে ফেলে দিচ্ছে। তাই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার চর্চা, লালন আরো জোরদার করার আহবান জানান। সেই সাথে আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা শিক্ষা প্রদানে উদ্যোগ গ্রহণের আহবান জানান।
সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন কে এম আবুতাহের চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী, অধ্যাপক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, আসাব আহমদ ও শিহাবুজ্জামান কামাল।
সভায় সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
0 Comments
Add new comment