নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশির জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশির জানাজা শুক্রবার (২২ মার্চ) সম্পন্ন হয়েছে। নিউ জিল্যান্ডের স্থানীয় সময় সকালে ওমর ফারুক, মোজাম্মেল ও জাকারিয়া ভূইয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে জুমার নামাজের পর ডা. সামাদ ও হুসনে আরা পারভিনের জানাজা হয়।
ক্যানবেরাতে বাংলাদেশ মিশনের উপপ্রধান তারেক আহমেদ বলেন, ‘সকালের জানাজায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিসহ প্রচুর মানুষ অংশ নেন। শুধু ক্রাইস্টচার্চ থেকে নয় অন্যান্য শহর থেকেও বাংলাদেশিরা জানাজার জন্য আসেন। পরে দুপুরে ডা. সামাদ ও হুসনে আরা পারভিনের জানাজা হয়। এর পর তাদের মরদেহ দাফনের জন্য নেওয়া হয়।’
তারেক বলেন, ‘ডা. সামাদ ও হুসনে আরা নিউ জিল্যান্ডের নাগরিক। তাদের পরিবারের সদস্যরা তাদের মরদেহ সেখানেই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। বাকি তিনজনের মরদেহ বর্তমানে ফিউনারেল হোমে আছে।’
ওই তিনজনের মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দূতাবাসের পক্ষ থেকে আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আশা করছি দ্রুতই তাদের মরদেহ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।’
তিনি বলেন, ‘দেশে যাদের মরদেহ যাবে তাদের মধ্যে জাকারিয়া ভূইয়ার স্ত্রী বর্তমানে নিউ জিল্যান্ডে আছেন এবং মোজাম্মেলের ভাই শনিবার সেখানে পৌঁছাবেন। এছাড়া ওমর ফারুকের স্ত্রী ইতোমধ্যে ভিসা পেয়ে গেছেন এবং সুবিধাজনক সময়ে তিনি এখানে আসবেন।’
ব্রেন্টন ট্যারান্ট নামক একজন অস্ট্রেলিয়ান গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালালে ৫০ জন মুসুল্লি নিহত হন। হামলায় অন্তত ৪৮জন আহত হন। নিহতদের মধ্যে পাঁচজন এবং আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন।
0 Comments
Add new comment