বাংলা ভাষা

শিহাবুজ্জামান কামাল
আটই ফাগুন ভাষার মাস
বলি ফেব্রুয়ারি
বাংলা ভাষার দরদ কত
প্রমাণ মিলে তারই।
মায়ের ভাষার জন্য যারা
জীবন করে দান
ইতিহাসে থাকবে তাদের
সেই যে অবদান।
রক্ত ঝরা ৫২সাল
ছিল কঠিন দিন
ভুলবেনা দেশ ও জাতি
শহীদদের সেই ঋণ।
একুশের মধ্য রাতে
পড়ে ভিষম সাড়া
নেতারা যান শহীদ মিনার
হাতে ফুলের তুড়া।
শহীদ মিনার ঘিরে চলে
ফটো তোলার ধুম
গভীর রাতে ব্যস্ত সবাই
হারায় চোখের ঘুম ।
বাংলা ভাষার কদর বাড়ে
ফেব্রুয়ারি মাস এলে
সব কোলাহল কিন্তু থামে
দিবস চলে গেলে।
ভাষার দিনে কত কিছু
সভা অনুষ্ঠান
আমরা চাই আজ সর্বস্তরে
বাংলা ভাষার স্থান।
0 Comments
Add new comment