বাস-সিএনজির সংঘর্ষ, ছয়জন নিহত

ঢাকা প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক হাসানুজ্জামান জানিয়েছেন, নিহতরা হলেন রণজিত মুজমদার (৪৫), আবুল কালাম (৬৫), জান্নাতুল ফেরদৌস মনি (৩৫), রোমান হোসেন (১০), স্বপন (২৭) ও শাহজাহান।
0 Comments
Add new comment