আজ ২১ ফেব্রুয়ারি

আমিমুল এহ্ছান তানিম
-------------------------
আজ ২১ ফেব্রুয়ারি
আমি যাইনি প্রভাত ফেরিতে ,
আমি যাইনি ফুল দিতে
ওই শহীদ মিনারের বেদীতে
কারন, আমি চাইনি
আমার ভাইয়ের ত্যাগের মহিমা
বন্দি হয়ে যাক ,
কোন বিশেষ দিনের
আনুষ্ঠানিকতার জালেতে ।
তাই আমি পারিনি যেতে
ফুল হাতে ,ওই বেদীতে।
আমি পারিনি যেতে
অর্কিট হাতে ,
এনে যদি দাও পদ্ম গাদা ,
তবুও আমি যাবোনা
ওই লোকের সারিতে
যারা খুঁজেছে
সারাটি বছর ভাষাকে
হিন্দি ছবির গানেতে।
তাই আমি পারবনা হাটতে
খোলা পায়ে
কোন নীরব পথেতে
পবিত্র সুবহে সাদিকে। ..
আমি পারিনি দাঁড়াতে নীরব হয়ে
নিথর ওই মিনারের পারে।
কেঁদেছি অনেক
জায়নামাজের কোমল জমিনে
হে আল্লাহ
রফিক ,বরকত,সালাম ,জব্বার
যেন জন্ম নেয়
এ দেশের ঘরে ঘরে।
0 Comments
Add new comment