ব্যবসায়ী কয়ছর আহমদ (টাইগার) এর ইন্তেকাল: শুক্রবার জানাযা

লন্ডনবিডিনিউজ২৪ : ব্রিকলেইনের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির অন্যতম পরিচালক কয়ছর আহমদ রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না--রাজিউন। তিনি অনেকের কাছে টাইগার নামে খ্যাত। তার নামাজের জানাযা শুক্রবার বাদ জুম্মা ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির সকলের উপস্থিতি ও দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে বিশিষ্ট সমাজসেবী কয়ছর আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লন্ডনবাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট নবাব উদ্দিন।
0 Comments
Add new comment