সাংবাদিক সাগর রুনীর জন্য

সাংবাদিক সাগর রুনীর জন্য
সাগর রুনি দম্পতিকে
হত্যা করা হয়
সেই ঘটনা জাতির জানা
আছে যে নিশ্চয়।
তাঁদের মৃত্যুর হয়ে গেল
পাচটি বছর পার
কিন্তু আজো সেই খুনিদের
হচ্ছেনা বিচার।
প্রশাসনের পক্ষ থেকে
কথা বললেন কড়া
যে ভাবেই হোক সকল খুনি
পড়বে তারা ধরা।
বছর পেরে বছর গেল
আর গড়াবে কত
তাঁদের ব্যথায় স্বজনেরা
কাঁদছে অবিরত।
সভা মিটিং মানব বন্ধন
কম হয়নিতো আর
সাগর রুনির হত্যা বিচার
করবে কী সরকার?
0 Comments
Add new comment