সেই ‘ভুল আসামি’কে নিয়ে এবার নির্মিত হচ্ছে সিনেমা!

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্যক্তির বদলে নির্দোষ জাহালমকে জেলে নেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সেই ‘ভুল আসামি’কে নিয়ে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
এটি নির্মাণ করছেন মারিয়া আফরিন তুষার। আর এতে অভিনয় করছেন দেশের ১৫ জন চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গল্পটি তো বটেই ছবিটির মূল চমক হলো নির্মাতাদের অভিনয়। এতে জাহালম হিসেবে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।’
তিনি আরও বলেন, ‘বিনা অপরাধে ৩ বছর কারাগারে বন্দি থাকা জাহালমের জীবনের সুখ-দুঃখের গল্পগুলো তুলে ধরা হবে এতে। মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে।’সিনেমাটি প্রযোজনা করছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস।
0 Comments
Add new comment